দুর্ভোগ থেকে মুক্তি পেতে শনিবার করুন শনি দেবের মহামন্ত্র জপ, জেনে নিন এর রীতি

নিজস্ব প্রতিবেদন: নটি গ্রহের মধ্যে সৌরজগতের সপ্তম গ্রহ হল শনি যা একটি অতি ধীরগতিসম্পন্ন গ্রহ। জ্যোতিষীদের মধ্যে জীবনে অশুভ ঘটনা ডেকে আনে শনির কুদৃষ্টি। শনিদেবের নামে নামকরণ করা হয় সৌরজগতের শনি গ্রহ এবং সপ্তাহের শনিবারের। শনির পূর্ণ প্রভাব রয়েছে কুম্ভ এবং মকর রাশির জাতকদের উপর। নিষ্ঠুর এবং ন্যায় বিচারের গ্রহ নামে পরিচিত শনি। অনেক বেশি কার্যকর শনির প্রভাব।
শনিদেব সম্পর্কে সাধারণ মানুষের ভয়-ভীতি অনেকটাই বেশি। শনিদেবের ভালো দৃষ্টি আপনাকে দিতে পারে সুখ-শান্তি, সম্পত্তি চাকরি, ব্যবসা, রাজনীতিতে বড় অবস্থান। এবং শনিদেবের কুদৃষ্টি আপনার জীবনের এনে দিতে পারে ঋণ, জখম, দুর্ঘটনা, রোগ, অর্থ ক্ষতি, জেল, আপন আত্মীয়দের মধ্যে দূরত্ব, ইত্যাদি।
সেইজন্যে শনিদেবের মহামন্ত্র জপ করুন শনিদেবের কুদৃষ্টি থেকে বাঁচার জন্য। শনিদেব কে তিলের তেল দেওয়া উচিত শনিবার পুজোর সময়, এছাড়াও দান করুন কালো কাপড়। বেল পাতা এবং অপরাজিতার নীল ফুল দিয়ে পুজো করা উচিত শনিদেব কে। শনিদেব কে সন্ধ্যেবেলা পুজো করলে তার কুদৃষ্টি থেকে বাঁচতে পারেন।