জেনে নিন মা কালীর প্রার্থনা করার কিছু মন্ত্র, এই মন্ত্র জপ করলে জীবনের সব দুঃখ কষ্ট দূর হয়

নিজস্ব প্রতিবেদন: জীবনে যখন আটকে যায় হওয়া কাজ, অনেক সমস্যা জড়িয়ে ধরে, অতি সহজ কাজ সম্পন্ন হয়না একবার নয় বহুবারেও৷ তখনই মহাশক্তির আরাধনার প্রয়োজন হয় জীবনে। আস্তে আস্তে হয়ে থাকে জীবনের সমস্ত জমাটবাঁধা সম্পর্কগুলির সমাধান মহাশক্তির আরাধনায়৷
শনিবার তারা মায়ের পূজা করলে জীবনের সব দুঃখ কষ্ট দূর হয়।জীবনে নেমে আসে সুস্থিরতা মা তারার মন্ত্র জপ করলে৷ আনন্দে ভরে ওঠে জীবন৷ জীবনভরে ওঠে সুখে সমৃদ্ধিতে৷ যেকোনও বাধা থেকে নিমেষেই মুক্তি পাওয়া সম্ভব হয়ে থাকে, জীবনে কখনই আর্থিক সংকট আসেনা৷ এছাড়াও আপনার জীবনে দুঃখ কষ্ট দূরীভূত হবে।
আর্থিক সমস্যা মধ্যবিত্ত পরিবারের সব থেকে বড় সমস্যা৷ সংসারে বেশিরভাগ ক্ষেত্রেই অশান্তি লক্ষ্য করা যায় এই আর্থিক সমস্যাকে কেন্দ্র করেই৷ সততার সন্ধান আসে মায়ের সান্নিধ্যেই৷ মেটে সকল প্রকার সমস্যা।
এখন দেখে নেওয়া যাক কী ভাবে মা কালীর প্রার্থনা করলে সুফল পাওয়া যাবে। এ ছাড়া গৃহে মা কালীর চিত্র বা মূর্তির সামনে বিভিন্ন পুজোর দ্রব্যাদি-সহ সহজ প্রার্থনার কিছু মন্ত্র-
প্রদীপ বা মোমবাতি প্রদানের মন্ত্র-
‘এষ দীপ ওম ক্রীং কাল্ল্যৈ নমঃ।’
ধূপকাঠি প্রদানের মন্ত্র-
‘এষ ধুপঃ ওঁ ক্রীং কাল্ল্যৈ নমঃ।’
প্রণাম মন্ত্র-
‘ওঁ ক্রীং ক্রীং হৃং হৃং হিং হিং দক্ষিণে কালীকে ক্রীং ক্রীং ক্রীং হৃং হৃং হ্রীং হ্রীং হ্রীং স্বহা।
ওঁ কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী
ধর্মার্থমোক্ষদে দেবী নারায়ণী নমোস্তুতে।’
এরপর জপ একশো আটবার করা যায় এই মন্ত্রে-
‘ওঁ ক্রীং কাল্ল্যৈ নমঃ।’