Sweta-Rubel: আর লুকোচুরি নয়! পর্দার প্রেম গড়িয়েছে বাস্তবে, ‘যমুনা ঢাকি’ শ্বেতাকেই মন দিয়েছেন রুবেল

জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হলো” যমুনা ঢাকি “, যা ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে । আর এই ধারাবাইকের অন্যতম প্রিয় জুটি হলো যমুনা আর সংগীত ওরফে শ্বেতা আর রুবেল। শেষ হয়ে যাওয়ায় এই জুটিকে টিভির পর্দায় দেখা যায় না অনেকদিন ধরেই। সুতরাং দর্শকরা রীতিমত মিস করছিল এই জুটিকে। তবে এরা দুজনে টিভির পর্দায় আবার কাম ব্যাক করতে চলেছেন অন্য সিরিয়ালে। ইতিমধ্যেই সদ্য প্রকাশ পেয়েছে অভিনেতা রুবেলের নতুন সিরিয়ালের নতুন একটি প্রমো। যা দেখে দর্শকরাও বেশ খুশি।

তবে সোশ্যাল মিডিয়ায় উঠে এলো নতুন একটি খবর। রুবেল এবং শ্বেতা নাকি পরস্পরের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। কিন্তু এই কথাটা এতদিন পর্যন্ত গুপ্ত ভাবেই ছিল। কিন্তু সম্প্রতি সংবাদমাধ্যমে সমস্ত জল্পনায় সিলমোহর দিয়ে শ্বেতার সাথে সম্পর্কের কথা স্বীকার করে নিয়েছেন রুবেল। অভিনেতার কথায় যমুনা ঢাকি সিরিয়াল শুরুর অনেক আগে থেকেই পরিচয় ছিল তাদের। রুবেলের কথায় বারাসাতে একই নাচের গ্রুপে নাচ শিখতেন তারা। তারপরে যমুনা ঢাকি সিরিয়ালের সেটে শ্বেতার সাথে রুবেলের বন্ধুত্ব একটু বেশি গভীর হতে শুরু করে।

আশ্চর্যের ব্যাপারে হিসেবে কেউ কাউকে এখনো পর্যন্ত প্রেমের প্রস্তাব না দিলেও একসঙ্গে বন্ধুত্বটা কিন্তু চলছে বেশই। আর এইভাবে দুজন দুজনকে চেনার সুযোগটাও পেয়ে যাচ্ছেন তারা। তবে অভিনেতা রুবেল জানিয়েছেন তার সাথে শ্বেতার প্রেম এখন এগোচ্ছে এক্সপ্রেসের গতিতে। বিয়ের চিন্তাভাবনাও রয়েছে  তাদের। সেই সাথে তিনি একথাও জানিয়েছেন একটি বিশেষ দিনে অনুরাগীদের এই সুখবর তিনি নিজেই জানাবেন বলে ঠিক করেছেন।

তবে পুজোর মধ্যেই এমন একটা সুখবর পেয়ে ভক্তরা ভীষণ খুশি। এবার দুর্গা পুজোতে ও তাদের একসাথে সময় কাটাতে দেখা গিয়েছে একে অপরের পরিবারের সাথে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেও দেখা গিয়েছে। এইভাবেই চুটিয়ে চলছে, অভিনেতা অভিনেত্রীর রিলেশনশিপ।

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker