অম্বুবাচী চলাকালীন এই কাজগুলো অবশ্যই করুন, সংসারে সুফল আসবে, মঙ্গল হবে সকলের





এই বছর অম্বুবাচি শুরু হচ্ছে 22 শে জুন থেকে। শেষ হবে 25 শে জুন। এই সময় আসামের কামাখ্যা মন্দিরের দরজা বন্ধ থাকে। কথিত আছে আসামের এই স্থানে মাতা সতীর যোনি পতিত হয়েছিল। এই তিথিকে ঘিরে বিভিন্ন রীতিনীতির প্রচলন আছে।




এই সময় কী কী করা ভালো ও কী কী এড়িয়ে চলা উচিৎ, আসুন সংক্ষেপে জেনে নিই-




1। এই সময় নিত্যপুজো করা কালীন কোনো মন্ত্র পাঠ না করাৎ উচিৎ। কেবল ধূপকাঠি ও প্রথীপ দেখিয়ে প্রণাম করতে হবে।




2। অম্বুবাচীর কয়েকটা দিন ঘরের দেবী মূর্তিকে লাল কাপড়ে ঢেকে রাখা উচিৎ।




3। এই সময় গুরুমন্ত্র ও ইষ্ট দেবতার জপ বেশি করে করা উচিৎ।




4। এই সময় দুধ দিয়ে আম মাখা খাওয়ার রীতি প্রচলিত আছে।




5। এই সময় বৃক্ষরোপণ করা উচিৎ নয়।




6। এই সময় যেকোনো শুভ কাজ এড়িয়ে চলা উচিৎ। বিয়ে, অন্নপ্রাশন, গৃহ প্রবেশ অম্বুবাচির পর করা যেতে পারে।




7। এই সময় কোনো পশু, পাখিকে আঘাত করবেন না।




এই ধরনের আরও তথ্য পেতে যুক্ত হতে পারেন আমাদের সাথে।



