করোনাকে হারিয়ে আজ বাড়ি ফিরলেন সস্ত্রীক বুদ্ধবাবু , ভালো আছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদন: গত ১৮ মে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ও তার স্ত্রী মীরা ভট্টাচার্য দুজনেই করোনায় আক্রান্ত হন। তারপর বাড়িতেই চিকিৎসা চলছিল তাদের কিন্তু ২৫ শে মে অবস্থা আরও খারাপ হলে তাদের হাসপাতালে ভর্তি করানো হয়। ২ জুন হাসপাতাল থেকে ছুটি পেলে তারা দেখাশুনার কেউ থাকায় তারা কলকাতার সিআইটি রোডের ধারে একটি নার্সিং হোমে আইসোলেশনে ছিলেন। বুধবার বিশেষ ICU অ্যাম্বুল্যান্সে বাড়ি ফিরলেন বুদ্ধদেব ও তার স্ত্রী।




হাসপাতাল থেকে খবর বুদ্ধবাবুর শারীরিক অবস্থা খুবই খারাপ। শরীরে করোনার অ্যান্টিবডি তৈরি হয়েছে, তাঁকে প্রতিদিন ব্যায়াম করতে হবে, তার সাথে আরও কিছু নিয়ম পালন করে চলতে হবে। তাদেরকে দেখাশোনার জন্য বাড়িতে ৩ জন চিকিৎসক রাখা হয়েছে।