আজ বিজেপি-তে যোগ দিলেন কংগ্রেসের নেতা প্রভাবশালী নেতা জিতিন প্রসাদ

নিজস্ব প্রতিবেদন:কংগ্রেস ছেড়ে বিজেপি-তে যোগ দিলেন পশ্চিমবঙ্গ কংগ্রেসের পর্যবেক্ষক তথা এআইসিসি-র সাধারণ সম্পাদক জিতিন প্রসাদ, ভারতীয় জনতা পার্টিতে যোগ দিতে পারেন একজন বড় কংগ্রেস নেতা। প্রাপ্ত খবর অনুযায়ী, উত্তর ভারতের কংগ্রেসের বেশ কয়েকজন বড় নেতা আজ বিজেপিতে যোগ দিতে পারে। আর এই খবর পেতেই বিজেপির দিল্লী হেডকোয়ার্টারে বেড়েছে চাঞ্চল্য। যদিও কোন কোন কংগ্রেস নেতা বিজেপিতে যোগ দেবেন সে বিষয়ে এখনও জানা যায়নি। এটুকু জানা গিয়েছে যে, এই যোগদান মঞ্চে উপস্থিত থাকবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।




Big joining in @BJP4India at 1pm…national president @JPNadda to be present…Hearing it’s a central @INCIndia leader from a North India state…
— Payal Mehta/પાયલ મેહતા/ पायल मेहता/ পাযেল মেহতা (@payalmehta100) June 9, 2021




অন্যদিকে শোনা যাচ্ছে যে, আজ বিজেপিতে নাম লেখাতে পারেন উত্তর প্রদেশের প্রভাবশালী কংগ্রেস নেতা জিতিন প্রসাদ। যদি এরকম হয়, তাহলে উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেস বড়সড় ঝটকা খেতে চলেছে। পশ্চিমবঙ্গে নির্বাচনে কংগ্রেস জিতিন প্রসাদকে পর্যবেক্ষক বানিয়েছিল। যদিও, কংগ্রেস বাংলার নির্বাচনে একটিও আসন পায়নি।



