সুখবর, ৪২ দিন পর ২ লক্ষের নিচে দৈনিক সংক্রমণ, কমছে মৃতের সংখ্যাও

নিজস্ব প্রতিবেদন: দেশে করোনাভাইরাস এর দ্বিতীয় ঢেউ এর প্রভাব অনেকটা কমেছে বিগত 42 দিন ধরে সংক্রমণ বেড়েই চলেছিল। কিন্তু গতকাল সংক্রমনের মাত্রা সবথেকে কম হল গত 24 ঘন্টায় এক লক্ষ 93 হাজার 683 জন করোনায় আক্রান্ত হয়েছে। এর আগে 13 ই এপ্রিল আক্রান্তের সংখ্যা ছিল 1 লক্ষ 85 হাজার জন । বিগত কয়েক ঘন্টায় কমেছে আক্রান্তের সংখ্যা আর মৃত্যুহারও অনেকটাই কম আছে । সোমবার সাড়ে তিন হাজার জনের মৃত্যু হয়েছে আর 3 লক্ষ 26 হাজার 671 জন রোগী সুস্থ হয়ে বাড়িতে চলে গিয়েছে।
স্বাস্থ্য দপ্তর থেকে জানা যাচ্ছে দেশে এখনো পর্যন্ত প্রায় আড়াই কোটি রোগী এই মরণব্যাধি কে সারিয়ে তুলেছে আর বাকি 27 লক্ষ কুড়ি হাজার 716 টি অ্যাক্টিভ কেস আছে তাদের চিকিৎসা এখনো চলছে । তাদেরকে সুস্থ করার দায়িত্ব এখন সাস্থ দপ্তরের । সরকার থেকে বিভিন্ন জায়গায় লকডাউনের আর্জি জানানো হয়েছে। মহারাষ্ট্র কর্ণাটক তামিলনাডু এইসব রাজ্যে করোনার কারণে মৃত্যু হয়েছে গোটা দেশের 74 শতাংশ মহারাষ্ট্রে সবথেকে বেশি মৃত্যুর হার তারপর আছে কর্ণাটক তামিলনাডু উত্তর প্রদেশ পাঞ্জাব দিল্লি কেরল পশ্চিমবঙ্গ উত্তরাখণ্ড এবং অন্ধ্রপ্রদেশ ।