কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর, আগামী ১ লা জুলাই থেকে বাড়তে চলেছে মহার্ঘ ভাতা

নিজস্ব প্রতিবেদন: করোনার এই অতিমারী আবহে সরকারি কর্মচারীদের জন্য এসেছিল দারুন খবর।এই পরিস্থিতিতে তাদের ইএলডিআই কভারেজ বাড়ানো হয়েছিল কেন্দ্রের তরফ থেকে।আগে ২বার তাদের ডিএ বাড়ানো হয়নি।




কিন্তু এবার তাদের ডিএ ১৭% থেকে ২৮% বাড়ানো হবে।বছরে ২ বার মূল্য বৃদ্ধির কারণে তাদের ডিএ বার্যাংক হয়।গত বছর কোরোনার ভয়াবহ পরিস্থিতির কারণে কেন্দ্র ডিএ বৃদ্ধি করতে পারেনি। তাই একেবারে এই তিনটি ডিএ একসাথে বৃদ্ধি হবে। তবে এই ডিএ বাড়ানো হলেও তার এটা এখন হাতে পাবেন না। তার জন্য বর্তমানে তারা ১১% অধিক ডিএ পাবেন কেন্দ্রীর সরকারি কর্মীরা।




একজন কেন্দ্রীয় সরকারি কর্মচারী সবথেকে নূন্যতম ১৮০০০ টাকা মাইনে পায়। সে দিক থেকে তাঁর ডিএ বৃদ্ধি হবে ১৫% যার কারণে তিনি ২৭০০ টাকা মতো বেশি পাবেন। এই অতিরিক্ত ডিএ আগামী ১ লা জুলাই থেকেই শুরু হবে। কেন্দ্রের এই বড়ো ঘোষণায় খুশি হয়েছেন কেন্দ্রের সকল কমচারীরা।।



