করোনায় প্রয়াত জনপ্রিয় ইউটিউবার ভুবন বামের বাবা এবং মা, শোকপ্রকাশ রাজকুমার রাওয়ের

নিজস্ব প্রতিবেদন: করোনা মারণ ভাইরাস কেড়ে নিল বিখ্যাত ইউটিউবার ভুবন বামের মা পদ্মা বাম এবং বাবা অবনীন্দ্র বামকে।শনিবার ভুবন ইন্সটাগ্রাম এর মাধ্যমে এই তথ্য তাঁর অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন।




বাবা-মার সঙ্গে কাটানো কিছু মুহূর্তের ছবি দিয়ে তিনি লিখেছেন,” জীবনের দুই স্তম্ভকে হারালাম। কোন কিছুই আর আগের মত হবে না মা বাবাকে ছাড়া। এক মাসের মধ্যে বাড়ি-ঘর,স্বপ্ন সবকিছুই কেমন উল্টোপাল্টা হয়ে গেল। বাবা-মা কেউ নেই আমার পাশে, নতুন করে বাঁচতে শিখতে হবে আবার। কিন্তু ইচ্ছে করছে না সেটাও করতে।”




তিনি আরও যোগ করেন,” আমি কি পেরেছি একজন ভাল সন্তান হতে? আমি কি যথাসাধ্য চেষ্টা করেছি ওনাদেরকে বাচানোর জন্য? সারাটা জীবন আমাকে বাঁচতে হবে এই প্রশ্নগুলো নিয়ে। ওনাদের শীঘ্রই আবার দেখতে চাই, আশা করি যে দিন খুব তাড়াতাড়ি আসছে।”




View this post on Instagram




রাজকুমার রাও, তাহিরা কশ্যপ, কার্তিক আরিয়ান এবং বরুণ ধবনের মত বড় বড় তারকারা শোক প্রকাশ করেছেন ভুবনের এই ইনস্টাগ্রাম পোস্টে। কৌতুকবোধ এর মাধ্যমে যে ভুবন নেট বাসীদের মুখে হাসি ফুটিয়েছে, তাঁর শোকে শোকস্তব্ধ আজ নেটদুনিয়া।