শাহরুখ-রানীর মেয়ে অঞ্জলি এখন যুবতী, সৌন্দর্যে বলিউড নায়িকাদেরও টেক্কা দেবে, রইল তার সমস্ত ছবি





নিজস্ব প্রতিবেদন: ১৯৯৮ সালে কারান জোহর পরিচালিত ব্লকবাস্টার হিট ছবি “কুচ কুচ হোতা হে”-তে এক বাচ্চা মেয়ে অঞ্জলীকে দেখা গিয়েছিল শাহরুখ, রানী, কাজল ও সালমানের পাশাপাশি। সেদিনের বাচ্চা মেয়েটি সকলের মন জয় করেছিল অভিনয়ের মাধ্যমে।




View this post on Instagram




অনেকে মনে করেন, সিনেমাটির জনপ্রিয়তা লাভের পেছনে ওই বাচ্চা মেয়েটির বড়োসড়ো হাত আছে। অঞ্জলীকে বেছে নেয়া হয়েছিল ২০০ জন বাচ্চার মধ্যে। অঞ্জলি নিজের অভিনয় দিয়ে প্রমান করে দিয়েছিল কেন তাকে ২০০ জনের মধ্যে বেশি নেওয়া হয়েছিল।




বাচ্চাটির আসল নাম সানা সাইদ। বাচ্চাটি অল্প বয়সেই নিজের জনপ্রিয়তা তৈরি করেছিল “বাদল”, “হার দিল যো পেয়ার কারেগা”, “কুচ কুচ হোতা হে”, ইত্যাদি ছবিতে অভিনয়ের মাধ্যমে। তাকে কিছু ধারাবাহিকেও অভিনয় করতে দেখা গিয়েছে সিনেমার পাশাপাশি। তবে এখন অনেক বড় হয়ে গেছে সেই বাচ্চা মেয়েটি।




View this post on Instagram




জনপ্রিয় হয়ে উঠেছেন “শ্বশুরাল গেন্দা ফুল” ও “কুমকুম এক প্যারা সা বন্ধন” ধারাবাহিক গুলিতে অভিনয়ের মাধ্যমে। সানা সোশ্যাল মিডিয়াতে বেশ অ্যাক্টিভ। নেটদুনিয়ায় সকলের মন জয় করেছেন কখনো শাড়ি কখনো বিকিনি পরে। অনুগামীদের নজর কেড়েছে তাঁর আকর্ষণীয় শরীর।