মোদীই বিশ্বসেরা! ৬৬ শতাংশ ভোট পেয়ে পিছনে ফেললেন বাইডেন-ট্রুডো-মাক্রোঁদের

নিজস্ব প্রতিবেদন: করোনার দ্বিতীয় অবস্থাতে ভারত কিছুটা সমস্যার মধ্যে থাকলেও, প্রতিবেশি দেশের সাহায্যে এবং দেশের মধ্যে থাকা উন্নত স্বাস্থ্য পরিকাঠামোর ফলে ভারত একটু হলেও সুস্থ অবস্থার মধ্যে আছে। প্রাপ্তবয়স্কদের মধ্যে এখনও কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কদর কমে যাইনি। লকডাউনে কর্মহীন মানুষজন, করোনার আবহে প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা কিছুটা কমেছিল। তবে এক সংস্থা সমীক্ষা করে দেখেছে- বাইডেন, জনসনদের পিছনে ফেলে বিশ্ব সেরা নেতা হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।




আমেরিকার সংস্থা ‘মর্নিংরকনসাল্ট’ চলতি বছর জুন মাস পর্যন্ত ২,১২৬ জন ভারতীয়র উপর সমীক্ষা চালিয়েছে। দেখা গিয়েছে, পরবর্তীকালে ভারতের মানুষের ৬৬% মানুষ নরেন্দ্র মোদিকেই আবার প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চান।




আমেরিকার সংস্থা ‘মর্নিংরকনসাল্ট’ গোটা বিশ্বের উপর সমীক্ষা চালালে তার রিপোর্ট নিচে দেওয়া হল :-
- ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি ৬৫ শতাংশ সূচক নিয়ে প্রধানমন্ত্রী মোদীর ঠিক নিচেই রয়েছেন।
- মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেজ ম্যানুয়েল লোপেজ ওব্রাডর ৬৩ শতাংশ সূচক পেয়েছেন।
- অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন ৫৪ শতাংশ সূচক পেয়েছেন।
- জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল ৫৩ শতাংশ সূচক পেয়েছেন।
- ষষ্ঠ স্থানে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন রয়েছেন অষ্টম স্থানে।



