দৌড় থেমে গেল মিলখা সিংয়ের, ৯১ বছর বয়সে আমাদের ছেড়ে চলে গেলেন





নিজস্ব প্রতিবেদন: প্রয়াত ‘উড়ন্ত শিখ’ মিলখা সিংহ। করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। কয়েকদিন আগেই তাঁর স্ত্রী নির্মল কউর প্রয়াত হন। শেষ পর্যন্ত করোনা যুদ্ধে হেরেই গেলেন মিলখা সিং। শনিবার রাতে ৯১ বছরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দেশের কিংবদন্তি অ্যাথলিট।




আচমকাই তাঁর জ্বর আসে ও সঙ্গে রক্তে অক্সিজেনের মাত্রা কমতে শুরু করে। কোভিড পরবর্তী উপসর্গের জন্যই জীবনের ট্র্যাক থেকে ছিটকে গিলেন ‘ফ্লাইং শিখ‘। ৪ বারের এশিয়ান গেমস চ্যাম্পিয়নের প্রয়াণে সারা দেশে শোকের ছায়া। ১৯৫৮-য় কমনওয়েলথ গেমস চ্যাম্পিয়ন হন মিলখা সিংহ। ১৯৬০-এ রোম অলিম্পিক্সে চতুর্থ হন তিনি। মিলখা সিংহের প্রয়াণে গভীর শোকপ্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।