হঠাৎ শ্বাসকষ্ট অনুব্রত মণ্ডলের, চিকিৎসার জন্য তড়িঘড়ি নিয়ে আসা হচ্ছে কলকাতায়

নিজস্ব প্রতিবেদন: ভীষণ গুরুতর অসুস্থ হয়ে পড়লেন অনুব্রত মণ্ডল। চিকিৎসার জন্য তাকে নিয়ে আসা হচ্ছে কলকাতার বেসরকারি এক হাসপাতালে। বৃহস্পতিবার বেলার দিক থেকে শ্বাসকষ্ট শুরু হয় অনুব্রত মন্ডলের। বাড়িতে ডাক্তার আসে ও তাকে প্রাথমিক ভাবে চিকিৎসা করা হয়। ডাক্তারের পরামর্শ অনুযায়ী অক্সিজেনও দেওয়া হয় তাঁকে।
অনুব্রতর শরীরে পুরনো শ্বাসকষ্টের সমস্যা ছিল। তার দেহে অক্সিজেনের ঘাটতির জন্য বাড়িতেই অক্সিজেন দেওয়ার ব্যবস্থাও করা রয়েছে। এই দিন বেলা প্রায় সাড়ে ৩টে নাগাদ কলকাতার উদ্দেশে রওনা দিয়েছেন তারা। ইএম বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হচ্ছে তাঁকে।।