এক ঝটকায় ১২২ টাকা কমলো LPG সিলিন্ডারের দাম, তবুও স্বস্তি পেল না গৃহস্থরা

নিজস্ব প্রতিবেদন: LPG গ্রাহকদের জন্য সুখবর। নতুন মাসের শুরুতেই কমল ১৯ কিলোগ্রাম বাণিজ্যিক সিলিন্ডারের দাম। তবে ১৪.২ কিলোর রান্নার গ্রাসের দাম কমেনি বলেই জানা গেছে। IOC-র ওয়েবসাইট থেকে জানা গিয়েছে, দিল্লীতে ১৯ কিলোগ্রাম বাণিজ্যিক সিলিন্ডারের আগে দাম ছিল ১৫৯৫.৫০ টাকা, আর আজ ১ লা জুন থেকে ওই সিলিন্ডারের দাম ১২২ টাকা কমে গিয়ে দাঁড়িয়েছে ১৪৭৩.৫০ টাকা। LPG কোম্পানি ১৯ কিলোগ্রাম বাণিজ্যিক সিলিন্ডারের দাম গত মাসে ৪৫.৫০ টাকা কমানোর পর দাম কমে দাঁড়িয়েছিল ১৫৯৫.৫০ টাকা।
মুম্বাইয়ে মে মাসে ১৯ কিলোগ্রাম বাণিজ্যিক সিলিন্ডারের দাম ছিল ১৫৪৫ টাকা। তবে জুন মাসে সেই দাম থেকে ১২২.৫০ টাকা কমিয়ে দাঁড়িয়েছে ১৪২২.৫০ টাকা।
কলকাতার মে মাসে ১৯ কিলোগ্রাম বাণিজ্যিক সিলিন্ডারের দাম ছিল ১৬৬৭.৫০ টাকা। তবে জুন মাসে সেই দাম থেকে ১২৩ টাকা কমিয়ে দাঁড়িয়েছে ১৫৪৪.৫০ টাকা।
চেন্নাইয়ে মে মাসে ১৯ কিলোগ্রাম বাণিজ্যিক সিলিন্ডারের দাম ছিল ১৭২৫.৫০ টাকা। তবে জুন মাসে সেই দাম থেকে ১২১.৫০ কমিয়ে দাঁড়িয়েছে ১৬০৩ টাকা।