১৫ই জুলাই থেকে চলছে লোকাল ট্রেন? জানিয়ে দিলো রেল!

নিজস্ব প্রতিবেদন: বর্তমানে রাজ্য বেশ উত্তপ্ত বাস চালানো নিয়ে। কোনোভাবেই বাস চালাতে রাজি নন বাস মালিকরা। সূত্রের খবর,কেরোসিন তেল এবং ম্যোবিল মিক্স করে বাস চালানো হচ্ছে নেহাতই সরকারের চাপে পড়ে।




এমত অবস্থায় বাংলার সাধারন জনগন মনে করছে, এই মুহূর্তে লোকাল ট্রেন পরিষেবা স্বাভাবিক করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক জায়গায় ট্রেন স্টেশনের ধর্ণাও শুরু হয়েছে।




জেল কর্তৃপক্ষ লোকাল ট্রেন চালানোর জন্য প্রস্তুত রয়েছে। সুইচ অন করবেন প্রশাসনের নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গেই। রাজ্যের তরফ থেকে তেমন কোনো নির্দেশনা আসেনি এতদিনে। দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক নীরজকুমার এমনটাই জানিয়েছেন।




তবে আগামী ১৫-ই জুলাই-এর পর থেকে লোকাল ট্রেন পরিষেবা চালু করার অনুমতি দেওয়া হবে বলে খবর। মঙ্গলবার হাওড়া জেলার চেঙ্গাইল স্টেশনে সাধারণ মানুষ দীর্ঘক্ষণ অবরোধ করেছিল লোকাল ট্রেন পরিষেবা স্বাভাবিক করার দাবিতে।