প্রয়াত অভিনেত্রী স্বাতীলেখা সেনগুপ্ত

নিজস্ব প্রতিবেদন: মঞ্চ দাপিয়ে বেড়ানো সেই কিংবদন্তির পথ চলা থমকে গেল আজ। হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন অভিনেত্রী স্বাতীলেখা সেনগুপ্ত । আজ এক বেসরকারি হাসপাতালে তাঁর মৃ’ত্যু হয়। চলতি বছর ২২ মে ৭১-এ পা দিয়েছিলেন বর্ষীয়ান অভিনেত্রী। চলে গেলেন সত্যজিৎ রায়ের ‘বিমলা’।




দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি। সেই কারণেই ৭১ বছর বয়সের অভিনেত্রীর মৃ’ত্যু হয়েছে বলে খবর। সিনেমার থেকেও বেশি বাংলা থিয়েটার জগতের সঙ্গে যুক্ত ছিলেন স্বাতীলেখা সেনগুপ্ত।