আগামী ২৪ ঘণ্টা বৃষ্টি হবে কলকাতা-সহ দক্ষিণের বিভিন্ন জেলায়, জানাল হাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদন: বর্ষার আগমনের ফলে বৃষ্টিতে ভিজছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকাগুলি। আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে, আগামী ২৪ ঘণ্টা এই বৃষ্টি অব্যাহত থাকবে।




বর্ষার আগমনে গত কয়েকদিন ধরেই আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আছে। বৃষ্টিও হচ্ছে দফায় দফায়। আগামী ২৪ ঘণ্টাও আকাশ মেঘাচ্ছন্ন থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সঙ্গে চলবে বৃষ্টি। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা এবং তার পার্শ্ববর্তী জেলা ছাড়াও বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদের মতো দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও এই বৃষ্টি চলবে।




এই বৃষ্টিপাতের জেরে কমেছে বাতাসের তাপমাত্রা। শহরের সর্বাধিক ২৯ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশেই থাকবে বলে জানিয়েছে হওয়া অফিস। গত ২৪ ঘণ্টায় ৫২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।