দুঃসময়ে ভারতের কাছে সাহায্য চাইলো ইজরায়েল

নিজস্ব প্রতিবেদন: বহু মানুষের মৃ’ত্যু হয়েছে এই মর্মান্তিক সংঘ’র্ষে’র ফলে।ইজরায়েল কে প্রথম থেকে এই বিষয় সমর্থন জানায় ভারত। ইজরায়েল ভারত ছাড়াও পৃথিবীর আরো অন্য বড় বড় দেশ গুলির কাছে হামাসকে নি’ষি’দ্ধ জ’ঙ্গি সং’গ’ঠ’ন বলে ঘোষণা করার দাবী জানায়।




হামাসের রকেট হানার ঘটনাকে তীব্র বিরোধিতা জানায় ভারত সরকার। এবং প্রথম থেকেই ভারতের সাথে ইজরায়েলের সম্পর্ক ভালোই ছিল।ইজরাইল মতামত দেন যে হামাসের সঙ্গে পাকিস্তানি জ’ঙ্গি সংগঠনের কোনো সম্বন্ধ নেই বরং মালয়েশিয়ার জ’ঙ্গী সংগঠনের সঙ্গে হামাসের সমস্ত কার্যকলাপ দেখা যায়।




জেরুজালেমে প্রেস কনফারেন্সের মাধ্যমে একথা ঘোষণা করেন যে ইজরায়েলের বিদেশ মন্ত্রালয়ের আঞ্চলিক সু’র’ক্ষা এবং স’ন্ত্রা’স’বা’দ-বিরোধী বিভাগের প্রধান নেভো বরচড। তিনি বলেন যে, “ভারতের যথেষ্ট গুরুত্ব রয়েছে আন্তর্জাতিক মহলে। বর্তমানে ভারত যথেষ্ট শক্তিধর দেশ।




তাই ভারত সহ সমগ্র আন্তর্জাতিক সম্প্রদায়ের এই হামাসকে অবিলম্বে নি’ষি’দ্ধ জ’ঙ্গি সং’গ’ঠ’ন ঘোষণা করা উচিৎ।”এই প্রথম ইজরায়েল ভারতের কাছে হামাসকে নিষিদ্ধ জ’ঙ্গি সং’গ’ঠ’ন ঘোষণা করার অনুরোধ জানান।



