India Corona Update: করোনার বড় লাফ! ২৪ ঘণ্টায় দৈনিক আক্রান্ত বেড়ে দেড় গুণ, এক দিনে আক্রান্ত ১৭,০৭৩

বংট্রেন্ডি অনলাইন ডেস্ক: সেই 2020 থেকে শুরু হয়েছে কো রো না র প্রকোপ। আমাদের দেশে যা উত্তরোত্তর বৃদ্ধি পেতে পেতে এক সময় নিম্নমুখী হয়। কিন্তু আবার দেশে কো রো না র প্রকোপ বাড়ার কথা শোনা যাচ্ছে। আসুন জেনে নিই বিস্তারিত- গত 24 ঘন্টায় দেশে কো রো না আক্রান্ত হয়েছেন 17 হাজার 73 জন। রবিবারের তুলনায় সোমবার এই রিপোর্ট 45 শতাংশ বেড়েছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বুলেটিন অনুযায়ী দেশে 25 জনের মৃ-ত্যু হয়েছে কো রো না র কারণে। এখন দৈনিক কো রো না র হার 4.39 শতাংশ। সাপ্তাহিক কো রো না র হার 3.30 শতাংশ। রবিবার পর্যন্ত দেশে মোট কো রো না আক্রান্ত রোগী ছিলেন 94 হাজার 420 জন। সুস্থতার হার 988.57 শতাংশ। গত 24 ঘন্টায় 15 হাজার 208 জন কো রো না আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন।

ভারতবর্ষে এখনো পর্যন্ত সবথেকে বেশি কো রো না আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে মহারাষ্ট্র। এরপর তামিলনাড়ু, কর্ণাটক, মধ্যপ্রদেশ, গুজরাট ও তেলেঙ্গানাতেও কো রো না রোগীর হার উত্তরোত্তর বৃদ্ধি পেয়ে চলেছে। এমন অবস্থায় কো রো না পরীক্ষার ওপর জোর দিচ্ছে ভারত সরকার। রবিবার দেশে 3 লক্ষ 3 হাজার 6 শত 4 জন সক্রিয় কো রো না রোগীর সন্ধান মিলেছে।

Back to top button