ভুলে যান উর্ধ্বমুখী পেট্রলের দাম, মাত্র 15 টাকার খরচে চলবে 150 কিলোমিটার, Ola নিয়ে আসছে e-bike





নিজস্ব প্রতিবেদন: এতদিন জানা ছিল Ola তে কেবলমাত্র ক্যাবের সার্ভিস পাওয়া যায়, তবে আমরা ভুল ছিলাম। Ola শুধু মাত্র ক্যাব না তার সাথে এখন তারা বাজারে নিয়ে এসেছে ইলেকট্রিক-স্কুটি অর্থাৎ এই স্কুটি চলবে ইলেকট্রিক সার্ভিসের মাধ্যমেই। Ola সংস্থার CEO এই ইলেকট্রিক স্কুটার চালালেন ব্যাঙ্গালুরুর রাস্তায় আর সেটি সোশ্যাল মিডিয়া তে পোস্ট করলেন CEO ভবেশ আগরওয়াল। গতমাসেই Ola তাদের তৈরি নতুন ম্যাট ব্ল্যাক ভেরিয়েন্টের ছবি প্রকাশ করেছে। Ola র তৈরি নতুন স্কুটি টির ডিজাইন মিনিমালিস্ট, বেসিক, স্মুথ লাইনস এর মধ্য দিয়ে তৈরি করা হয়েছে।




টেসলারের কায়দায় চারজিং করা হবে Ola-র চারজিং। Ola চায় বিশ্বের বৃহত্তম চারজিং নেটওয়ার্ক বানাতে। তাদের ভবিষ্যতে ৪০০টি শহরে ১ লক্ষ চারজিং স্টেশন বানানোর পরিকল্পনা রয়েছে। তবে তাদের এই বছরের শেষে ৫ হাজার চারজিং পয়েন্ট করার চিন্তা আছে, নতুন যে স্কুটিটি Ola বানিয়েছে ,শোনা যাচ্ছে মাত্র ১৮ মিনিটে চার্জ দিলে যাওয়া যাবে ৭৫ কিমি । তবে ফুল চার্জ করলে প্রায় ১৫০ কিমি পথ যাওয়া যাবে এই স্কুটারের সাহায্যে।