জেল থেকে বাড়ি ফিরলেন ফিরহাদ, আপাতত ২ দিন গৃহবন্দি থাকতে হবে

নিজস্ব প্রতিবেদন: প্রেসিডেন্সি জেল থেকে বাড়ি ফিরলেন মন্ত্রী ফিরহাদ হাকিম। আজই ৪ হেভিওয়েট নেতা-মন্ত্রীকে আপাতত গৃহবন্দি থাকার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। তবে ফিরহাদ হাকিমের মতো যে মন্ত্রীরা করোনা পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনিক কাজে যুক্ত, তাঁরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে নির্দেশ দিতে পারবেন।
সূত্রের খবর থেকে জানা গেছে, এরপরই তিনি বাড়ি ফিরেই পুরসভার প্রশাসনিক বৈঠকে যোগ দিলেন প্রশাসনিক প্রধান, কোভিড মোকাবিলায় পুরসভার কাজ খতিয়ে দেখতেই এই বৈঠকে যোগ দিয়েছেন ফিরহাদ।
আদালতের নির্দেশ অনুসারে আপাতত ২ দিন গৃহবন্দি থাকতে হবে ফিরহাদকে। সোমবার সকালে ৫ সদস্যের বিশেষ ডিভিশন বেঞ্চে এই মামলার ফের শুনানি। সেদিন আদালতের রায়ের ওপরে নির্ভর করছে ফিরহাদ-সহ ৪ অভিযুক্তের ভাগ্য।