লোকসভায় বিজেপিকে পাঁচটার বেশি আসন জিততে দেব না, ভবিষ্যতবাণী করলেন দেবাংশু ভট্টাচার্য





নিজস্ব প্রতিবেদন: নির্বাচনে জেতার পর এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় হয়ে উঠেছেন বিজেপির প্রধান প্রতিদ্বন্দ্বী। তার প্রমাণ পাওয়া যায় কেন্দ্র-রাজ্য সংঘর্ষ থেকে। রাজ্যে আবার ক্ষমতায় আসতে চলেছে তৃনমূল এই ভবিষ্যৎ বাণী করেছিলেন প্রশান্ত কিশোর। তিনি বলেছিলেন, রাজ্যে বিজেপি যদি ১০০ এর বেশি আসন পায় তবে তিনি তার পদ ছেরে দেবেন।




অক্ষরে অক্ষরে মিলে যায় তার কথা। মাত্র ৭৭ টি আসনের পর আর উঠতে পারে না বিজেপি। আর একজনের ভবিষ্যৎবাণীও অক্ষরে অক্ষরে মিলে যায় তিনি হলেন তৃণমূলের অন্যতম স্টার ক্যাম্পেইনার দেবাংশু ভট্টাচার্য। তিনি বলেছিলেন ২০০ ও বেশি আসন নিয়ে বিজয়ী হতে চলেছে তৃনমূল।




২০২৪ লোকসভা নির্বাচন নিয়ে আবারও ভবিষ্যৎবাণী করলেন দেবাংশু ভট্টাচার্য । তিনি বলেন, ”রাজ্যপাল হল বিজেপির মুখপাত্র। আলাদা করে ওনার নামটা নিতে চাইনা। ওনার নাম নিলে দিনটা খারাপ যায়। সত্যিকারের যদি বুকের পাটা থাকে তাহলে রাষ্ট্রপতি শাসন করে দেখাক। নরেন্দ্র মোদী বুঝতে পেরেছেন ২০২৪ সালে যদি মমতা বন্দ্যোপাধ্যায় মুখ হন তাহলে তিনি আর লালকেল্লায় ভাষণ দিতে পারবেন না। এই বাংলা থেকে বিজেপিকে পাঁচটার বেশি আসন নিতে দেব না।”




২০২৪ এর নির্বাচনে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোজাসুজি দিল্লিকে টার্গেট করছেন। ইতিমধ্যেই ত্রিপুরা সহ অন্যান্য রাজ্যগুলিতে তৃণমূল প্রভাব বিস্তার করতে চলেছে। প্রশান্ত কিশোরের একাধিক মিটিং নিয়ে অনেকের মন্তব্য, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি হয়ে অন্যান্য বিরোধী দলগুলোর সঙ্গে বৈঠক করছেন। এনসিপি’র প্রধান শরদ পাওয়ারকে তিনি একটি প্রেজেন্টেশনও দিয়েছেন যার মূল কথা ”রোড ফর ২০২৪”।




সূত্রের খবর, আগামীদিনের লক্ষ্য তৃণমূল কিছুটা হলেও ঠিক করে নিয়েছে তার জন্যে দলের ভিতরে একাধিক পরিবর্তন করা হয়েছে। বারাসাতে দেবাংশু মতে গলা মেলান বিধায়ক চিরঞ্জিতও। তিনি বলেছেন, “এই বাংলা বিভাজন চায়না। বিজেপি বিভাজন করতে চাইছে।”