নির্মম দৃশ্য মধ্যপ্রদেশে! মাস্ক না পরায় মহিলাকে মেয়ের সামনেই রাস্তায় ফেলে বেধড়ক মারধর-লাঞ্ছনা!

নিজস্ব প্রতিবেদন: করোনায় দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল গোটা পৃথিবী।প্রশাসন আমাদের সব সময় সচেতন হতে বলছেন।ডাক্তাররা প্রানপন চেষ্টা করছে মানুষদের পাশে দাঁড়াতে ও সাহায্য করতে। তাও কিছু মানুষ সচেতনতা উপেক্ষা করে মাস্ক ছাড়াই ঘুরে বেড়াচ্ছে পথে ঘাটে।
এই মাস্ক পরা নিয়ে সম্প্রতি এক ঘটনায় বেশ ভয়ে আছে জনগণরা।এক মহিলা তার মেয়ে বেরিয়েছিল। মা এর মুখে কোনো মাস্ক ছিল না। পুলিশ দেখতে পেয়ে তাকে ধরে বেধড়ক মারে।কিল চোর লাথি কোনো কিছুই বাদ ছিল না। হিচড়ে হিচড়ে টানতে টানতে তাকে পুলিশ জিপে তোলা হয়। হতবাক হয়ে তার মেয়ে পাশে চুপ করে দাঁড়িয়ে থাকা ছাড়া তার কাছে কোনো উপায় ছিল না।
सागर में एक महिला की पिटाई का वीडियो वायरल हो रहा है, महिला अपनी बेटी के साथ बाहर निकली थी, मास्क नहीं पहना था बेटी ने भी मुंह पर सिर्फ स्कॉर्फ बांध रखा था। इस बीच पुलिस ने चेकिंग के दौरान गांधी चौक के पास उसे पकड़ लिया @ndtvindia @ndtv @manishndtv @alok_pandey @GargiRawat pic.twitter.com/rKwichtrpd
— Anurag Dwary (@Anurag_Dwary) May 19, 2021
এই রকম নির্মম এই ভিডিও দেখে রীতিমতো শিউড়ে উঠেছেন নেটিজেনরা। পুলিশটির বিরুদ্ধে ক্ষোভে ফেটে উগরে দিয়েছেন তাঁরা৷ তীব্র সমালোচনা করছেন তাদের কে। নেটিজেনদের একাংশ মনে করছেন যে ,মাস্ক না পরে বেরোনো অবশ্যই অন্যায় এবং শাস্তিযোগ্য৷ কিন্তু মহিলাটির সঙ্গে যে আচরণ তারা করেছেন তা নৃশংস এবং অমানবিক। পাশাপাশি রাজ্যের পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলা হয়েছে যে এই রকম আচরণ বিধির ওপর কড়া নজর দিতে।।