লোকাল ট্রেন, মেট্রো বন্ধ থাকলেও এবার থেকে চলবে বাস জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি





নিজস্ব প্রতিবেদন: এবার করোনা বিধিনিষেধ কিছুটা শিথিল করল রাজ্য। ৫০ শতাংশ যাত্রী নিয়ে বাস চলাচলে অনুমতি দিল রাজ্য সরকার। সরকারি, বেসরকারি সব বাসকেই রাস্তায় নামার অনুমতি দেওয়া হল। কিন্তু আগামী ১৫ জুলাই পর্যন্ত লোকাল ট্রেন এবং মেট্রো পরিষেবা বন্ধ থাকার নির্দেশ দিল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আজ সোমবার দুপুরে নবান্নে সাংবাদিক বৈঠক করে ঘোষণা করলেন তিনি।




করোনা নিয়ে বিধিনিষেধ ১৫ জুলাই পর্যন্ত বহাল। সকাল ১১-সন্ধে ৬টা পর্যন্ত খুলতে পারবে সেলুন, পার্লার। ৫০ শতাংশ গ্রাহক নিয়ে দিনে ৭ ঘণ্টা খুলতে পারবে সেলুন, পার্লার। এবার থেকে সরকারি দফতর খোলা রাখা যাবে সকাল ১০টা থেকে বিকেল ৪টে পর্যন্ত। তবে সে ক্ষেত্রে সরকারি কর্মীদের যাতায়াতের ব্যবস্থা সংস্থাকেই করতে হবে। পরিস্থিতি বুঝে পরবর্তী পদক্ষেপ করা হবে জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।