পুজোর আগে ও পরে মার্চের মধ্যে রাজ্যে ৩২ হাজার শিক্ষক নিয়োগ, বড় ঘোষণা মমতা-র





রাজ্য সরকার চলতি অর্থবর্ষ অর্থাৎ মার্চের মধ্যে ৩২ হাজার শিক্ষক নিয়োগ করতে চলেছে রাজ্যে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে সোমবারের সাংবাদিক বৈঠকে এই কথা ঘোষণা করলেন।




মমতা ব্যানার্জি বলেন,” ১৪ হাজার আপার প্রাইমারি শিক্ষক এবং ১০ হাজার ৫০০ প্রাইমারি শিক্ষক নিয়োগ করা হবে পুজোর আগে। মার্চের মধ্যে পুজোর পরে ৭ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ করা হবে। সব মিলিয়ে রাজ্য সরকার মোট ৩২ হাজার নিয়োগপত্র দেবে।”




মমতা ব্যানার্জি স্পষ্ট জানিয়ে দিয়েছেন নিয়োগপত্র দেওয়া হবে যোগ্যতার ভিত্তিতে। এই বিষয়ে তিনি বলেন,” মেধাই পরিচয়। লবি করার প্রয়োজন নেই। চাকরি পাওয়ার অধিকারী, তারাই যারা পরীক্ষায় পাশ করেছেন। এতদিন আটকে ছিল আদালতে মামলা ছিল বলে।”