“আলাপন বাঙালি, কিন্তু দময়ন্তী সেন কি বহিরাগত ছিলেন?”- মুখ্যমন্ত্রীকে প্রশ্নবান সোশ্যাল মিডিয়ায়

নিজস্ব প্রতিবেদন: আলাপন বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে জোরদার তরজার সৃষ্টি হয়েছে রাজ্য এবং কেন্দ্র উভয়ের মধ্যে। আলাপন বন্দ্যোপাধ্যায়কে বদলি করার নির্দেশ দিয়ে কেন্দ্রীয় সরকার চিঠি দিয়েছিল রাজ্যকে। এরপর কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন যে, বাঙালি হওয়ার জন্যই আলাপন বন্দ্যোপাধ্যায়ের উপরে জোর খাটাচ্ছে কেন্দ্রীয় সরকার। আলাপন বন্দোপাধ্যায় তাঁর পদ থেকে রিটায়ার নিয়েছেন তার পরেই আলাপন বন্দ্যোপাধ্যায়কে তাঁর মুখ্য উপদেষ্টা হিসাবে নিয়োগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আলাপন বন্দ্যোপাধ্যায় কে মহামারি আইনে শোকজ নোটিশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। এর মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক প্রশ্ন করেন নেটিজেনরা। প্রসঙ্গ দময়ন্তী সেন। আইপিএস অফিসারকে পার্ক স্ট্রিট ধর্ষণ কান্ডের তদন্ত করার ফলে বদলি করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।২০১২ সালের পার্ক স্ট্রিট গণধর্ষণ কান্ডকে সাজানো ঘটনা বলেছিলেন মুখ্যমন্ত্রী। তখন এই কান্ডের মূল অপরাধীদের ধরে মুখ্যমন্ত্রীর সবচেয়ে সন্দেহের ব্যাক্তি হয়ে গিয়েছিলেন তৎকালীন গোয়েন্দা প্রধান দময়ন্তী সেন।
তারপর তাকে বদলি করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এই ঘটনাকে কেন্দ্র করে বিস্তর ক্ষোভ প্রকাশ করেছিল রাজ্যবাসী। এই ঘটনার ঠিক ৯ বছর পর বাঙালির বিতর্ক প্রশ্নের মুখে মুখ্যমন্ত্রী।সোশ্যাল মিডিয়ায় অনেকে প্রশ্ন করছেন, “আলাপন বন্দ্যোপাধ্যায় বাঙালি বলে তাকে মুখ্যমন্ত্রী এত আড়াল করছেন, তৎকালীন আইপিএস অফিসার দময়ন্তী সেনও বাঙালি ছিলেন, তাঁর সাথে তাহলে এই আচরণ কেন করেছিলেন মুখ্যমন্ত্রী?”