অভিষেক বন্দ্যোপাধ্যায়ই তো সব, পুরো দলটাই ওঁর হয়ে গিয়েছেঃ মদন মিত্র

নিজস্ব প্রতিবেদন: শনিবার তৃণমূলের সাংগঠনিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় দলের যুব নেতাদের কিছু বড়ো বড়ো দায়িত্ব দেন। অভিষেক বন্দোপাধ্যায় তার পদ থেকে সরে আসলে তার জায়গায় দায়িত্ব পান অভিনেত্রী সায়নী ঘোষ। এছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে নিযুক্ত করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ফেসবুক লাইভ সংক্রান্ত বিষয়ে শনিবার বৈঠকে মদনকে ধমক দেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে পরিষ্কার জানিয়ে দেন যে, “এভাবে সামাজিক মাধ্যমে এসে যখন তখন সবকিছু বলা যায় না।” তখন মদন মিত্র বলেন, “দলনেত্রী আমাকে বলেছেন, তোমাকে সবাই ভালবাসে। আমাদের সুবিধার জন্য তুমি তোমার ফেসবুক লাইভগুলো আরও সুন্দর ভাবে করো।” বৈঠক শেষে মদন মিত্র বলেন, “সায়নী ঘোষ যুব প্রেসিডেন্ট হয়েছে, এরফলে যুবটা একটা আলাদা রিদম পাবে।” আর অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে তিনি বলেন, ” অভিষেক বন্দ্যোপাধ্যায়ই তো সব। দলটাই অভিষেকের হয়ে গিয়েছে। আমরা তো বারবার বলি, বিজেপির নাতিজা না বাংলার ভাতিজা।”