১০ জুন থেকে আগামী পাঁচদিন সতর্কতা জারি দিঘায় ও তার আশেপাশে অঞ্চলে

নিজস্ব প্রতিবেদন: ইয়াসের প্রভাব কাটিয়ে উঠতে না উঠতেই আবহাওয়া দপ্তরের খবর, পূর্ব মেদিনীপুরে , দীঘার উপকূলে ১০ জুন থেকে ১৪ জুন পর্যন্ত আবার প্রবল ঝড়-বৃষ্টির সতর্কতা জারি করা হল। উপকূলবর্তী অঞ্চলের মানুষজনের জীবনযাত্রা একেবারে বিপন্ন।




সরকারের তরফ থেকে তাদের কোনো নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার ব্যাবস্থা করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যেতে বারণ করা হয়েছে। ইয়াসের এর প্রভাবে সামুদ্রিক জলোচ্ছ্বাসে যে-সব গ্রামে জল ঢুকে পড়েছিল, সেই সব গ্রামে আবার জল ঢুকতে পারে বলে আশঙ্কা করা হয়েছে।




জানানো হয়েছে ভরা কোটালের ফলেই এই অবস্থার সৃষ্টি হতে পারে।প্রায় কয়েকশো গাড়িতে ব্ল্যাকস্টোন এনে দ্রুত গতিতে উপকূল এলাকায় বাঁধ মেরামতির কাজ চলছে। সাথে সবাইকে সতর্ক ও সাবধানে থাকার জন্য বলা হয়েছে।