দ্বিতীয়বারের জন্য মা হতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী মধুবনী গোস্বামী, সুখবর শোনালেন অভিনেত্রী

টলিউডের (Tollywood) ছোট পর্দার একটি গুরুত্বপূর্ণ জুটি হলো রাজা ও মধুবনীর জুটি। স্টার জলসার (Star Jalsha) একসসময় এর ভীষণ জনপ্রিয় একটি ধারাবাহিক ছিল ভালোবাসা ডট কম (Bhalobasha dot com) । এই ধারাবাহিকে নায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন মধুবনি গোস্বামী (Madhubani Goswami) । নায়কের চরিত্রে অভিনয় করেছিলেন রাজা গোস্বামী (Raja Goswami) । তাদের সেই জুটি বাস্তবে পরিনত হয়েছে। তারা একসময় বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং কয়েক মাস আগেই তারা জন্ম দিয়েছেন তাদের পুত্র সন্তানের। যার নাম কেশব (Keshab) ।

বর্তমানে রাজা গোস্বামী সিরিয়ালে কাজ করলেও মধুবনি গোস্বামী ছেলেকে সময় দিচ্ছেন। নিজের পার্লার নিয়ে ব্যস্ত রয়েছেন। বর্তমানে ধুলোকণার একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন রাজা গোস্বামী। মধুবনি গোস্বামী সোশ্যাল মিডিয়ায় ভীষণ একটিভ। মাঝেমধ্যেই তিনি বিভিন্ন ধরনের ব্লগ করেন সোশ্যাল মিডিয়ায়। সেগুলি আপলোড করেন সোশ্যাল মিডিয়ায়।

View this post on Instagram

A post shared by Madhubani Goswami (@madhubani.goswami)

সম্প্রতি মধুবনী গোস্বামী একটি ছবি সোশ্যাল মিডিয়া আপলোড করেছেন। ছবিটির তার প্রেগনেন্ট থাকাকালীন সময়ে। দেখা যাচ্ছে তিনি এবং রাজা গোস্বামী নিজেদের বাড়ির ছাদে দাঁড়িয়ে রয়েছেন । মধুবনীর পরনে রয়েছে সাদা রঙের একটি টিশার্ট। তিনি বেবি বাম্পের উপর হাত রেখে সেলফি তুলেছেন। ছবিটি দেখে অনেকেই ভেবেছেন যে মধুবনী হয়ত দ্বিতীয়বারের জন্য মা হবেন। অনেকেই সেরকম ধরনের নানান কমেন্ট করেছেন। অনেকেই অনেক শুভেচ্ছা জানিয়েছেন তাকে। কিন্তু ছবিটি আসলে অনেকদিন আগের। তিনি ছবিটির ক্যাপশনে থ্রো ব্যাক লিখতে ভুলে গিয়েছিলেন সেই জন্য এতটা ভুল বোঝাবুঝি শুরু হয়েছিল সোশ্যাল মিডিয়া জুড়ে।

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker