দূর হবে অর্থনৈতিক সমস্যা, বাড়ির এই দিকে রাখুন দেবী লক্ষ্মীর ছবি

হিন্দুদের প্রত্যেক এর বাড়িতেই লক্ষ্মী পুজো হয়ে থাকে। বছরে একবার কোজাগরী লক্ষ্মী পুজো হয়। এছাড়া প্রত্যেক বৃহস্পতিবার আমরা লক্ষ্মী দেবী এর আরাধনা করে থাকি। দেবী লক্ষ্মী ধন সম্পত্তি এর প্রতীক। প্রায় সবাই লক্ষ্মী দেবীর পুজো করেন সুখ সমৃদ্ধি লাভের আশায়। দেবীকে নিয়ম মেনে পুজো করলে বাড়ির কল্যাণ হয়। রোজকার দিনে কিছু খুঁটিনাটি কাজ করলে দেবী প্রসন্ন হন।

লক্ষ্মী দেবীর পুজো এবং দেবীর মূর্তি বা ছবি প্রতিষ্ঠা করার জন্য বেশ কিছু নিয়ম মেনে চলতে হয়। পূর্ব দিক সবসময় ইতিবাচকতা প্রকাশ করে। তাই বাড়িতে দেবীর মূর্তি বা ছবি থাকলে তা সবসময় পশ্চিম দিকে প্রতিষ্ঠা করা দরকার। তাহলে মায়ের অবস্থান পূর্ব দিকে হবে তার ফলে লক্ষ্মী দেবী সন্তুষ্ট হবেন। এর ফলে বাড়িতে কোনো অর্থনৈতিক সমস্যা তৈরি হবে না।

লক্ষ্মী দেবী পরিস্কার পরিচ্ছন্ন তা পছন্দ করেন। ঘরবাড়ি নোংরা থাকলে সেইখানে তিনি বিরাজমান হতে চাননা। তাই দেবীকে প্রসন্ন করতে ঘরবাড়ি পরিস্কার রাখা প্রয়োজন। লক্ষ্মী ঠাকুরের ছবি কেনার সময় সবসময় দেখে নেবেন পদ্ম এর উপরে দেবী আছেন কিনা। এই ধরণের ছবি ই সবসময় কেনা উচিত। পদ্ম ফুলের উপর থাকা এই ছবি ঘরে থাকলে সৌভাগ্য নিয়ে আসে বাড়িতে।

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker