প্রয়াত অঞ্জন বন্দ্যোপাধ্যায়, ‘আপনার রায়’ নিয়ে আর ফিরবেন না

বং ট্রেন্ডি ডিজিটাল ডেস্ক: Zee ২৪ ঘণ্টার এডিটর অঞ্জন বন্দ্যোপাধ্যায়কে চিরকালের মতো কেড়ে নিল মারণ করোনা ভাইরাস। সেই সোচ্চার, অননুকরণীয় কণ্ঠস্বর শোনা যাবেনা আর, শোনা যাবে না,“নমস্কার আমি অঞ্জন বন্দ্যোপাধ্যায়, আপনার রায় অনুষ্ঠানে আপনাদের স্বাগত।” বাংলা টিভি চ্যানেলের বিতর্ক অনুষ্ঠানে ফিরেছিলেন দীর্ঘ বিরতির পর। শাসক-বিরোধী কারোরই তোয়াক্কা করতেন না তিনি। বারংবার বলতেন,”আমি প্রশ্ন করি আপনাদের হয়ে।”
তিনি প্রেসিডেন্সি কলেজ থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট স্নাতক এবং স্নাতকোত্তর। জীবনে হয়তো তুমি অনেক কিছু করতে পারতেন তবে তিনি পেশা হিসেবে সাংবাদিকতাকেই বেছে নিয়েছিলেন। আনন্দবাজার পত্রিকার মাধ্যমে প্রথম নিজের কেরিয়ার শুরু করেন। সেখানে প্রায় কুড়ি বছর কাজ করার পর পা রাখেন টিভির পর্দায়। ইটিভিতে প্রথম যাত্রা শুরু হলেও পরে আকাশ বাংলা ঘুরে ২৪ ঘণ্টা তেই যোগদান করেন। যখন ২৪ ঘন্টা গুটি গুটি পায়ে এগিয়ে চলছে তখনই আসলো অঞ্জন বন্দ্যোপাধ্যায় এর ‘আপনার রায়’। যেখানে হত রাজনৈতিক নেতা-নেত্রীদের সোজাসুজি প্রশ্ন-উত্তরের পালা। ইন ফ্লোরীদা রঞ্জন বন্দ্যোপাধ্যায় হয়ে উঠলেন সমর্থক। সহকর্মীরা জানিয়েছেন,” শুরুর দিন থেকেই অঞ্জনদা সবাইকে পরিবারের মতো আগলে রাখতেন। ভুল হলে যেমন সবাইকে বক্তার মুখে লেগে থাকত সবসময় হাসি।”
অঞ্জন বন্দ্যোপাধ্যায় আনন্দবাজার ডিজিটাল এ যোগ দেন ২৪ ঘন্টা ছাড়ার পর। বাজার ডিসেম্বরে ফের ফিরে আসেন ২৪ ঘন্টায়। ১-লা জানুয়ারি থেকে শুরু করেন নতুন শো ‘আপনার রায় WITH অঞ্জন‘। মরণ করোনাভাইরাস ইতি টেনে দিল ৩৩ বছরের সাংবাদিক জীবনে। Zee ২৪ ঘন্টা এডিটর অঞ্জন বন্দ্যোপাধ্যায় মারা গেলেন রবিবার রাত সাড়ে ন’টা নাগাদ। করনা আক্রান্ত হয়ে বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন ১৪-ই এপ্রিল থেকে। ফুসফুস আক্রান্ত হয়ে দেহের অবনতি হয়। শেষ রক্ষা হল না, সমাপ্ত হল এক যুগ। অঞ্জন বন্দ্যোপাধ্যায় আর ফিরবেন না ‘আপনার রায়’ নিয়ে।