জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা, গতিবেগ হতে পারে ঘণ্টায় ৩০-৪০ কিমি

নিজস্ব প্রতিবেদন: ইয়াস শেষ হতে না হতেই আর এক আতঙ্কের সংবাদ দিল আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, বীরভূম এবং মুর্শিদাবাদে আজ অর্থাত বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ১১টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে, সাথে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হওয়া চলবে।
আলিপুর চিড়িয়াখানা সংলগ্ন অঞ্চল দিয়ে সকাল ৮টা নাগাদ ঝড়ো হাওয়া বয়ে যায় আবহাওয়া দপ্তর এর তরফ থেকে পূর্বাভাস দেওয়ার আগেই। সেই ঝড় বেশিক্ষণ স্থায়ী না হলেও আবার সূত্রের খবর ঝড়ের গতিবেগ ছিল ঘন্টায় প্রায় ৬০ কিলোমিটারের কাছাকাছি।
বুধবার রাত ১১টা নাগাদ ঘূর্ণিঝড় ইয়াস শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয় । এই নিম্নচাপ ঝাড়খণ্ডের দক্ষিণে এবং ওড়িশার উত্তরে নিম্নচাপের অবস্থান করছিল সেইসময়ে। আবহাওয়া সূত্রে খবর, উত্তর-পশ্চিম দিকে সরতে সরতে আগামী ১২ ঘণ্টার মধ্যে এই গভীর নিম্নচাপ সাধারণ নিম্নচাপে পরিণত হবে।