Akshaya Tritiya 2023: অক্ষয় তৃতীয়ায় বিরল রাজযোগ, শুভ দিনে কী করবেন আর কী করবেন না, জানুন

বাংলা বছরের শুভ দিনগুলির মধ্যে অন্যতম হল অক্ষয় তৃতীয়া। এই দিনে বিবাহ, সোনা কেনা, নতুন বাড়ি অথবা গাড়ি কেনা, যেকোনো নতুন কাজের শুরু ইত্যাদি শুভ কাজ করা যায়। প্রতি বছর বৈশাখ মাসের শুক্ল পক্ষের তৃতীয়া তিথিতে অক্ষয় তৃতীয়া পালন করা হয়। এদিন মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর পুজো করা হয়।

অক্ষয় তৃতীয়ার তিথি- বৈশাখ মাসের শুক্লপক্ষে তৃতীয়া তিথিতে ২২ এপ্রিল সকাল ৭টা ৪৯ মিনিট নাগাদ শুরু হবে অক্ষয় তৃতীয়ার তিথি। এই তিথি ২৩ এপ্রিল সকাল ৭টা ৪৭ মিনিট পর্যন্ত থাকবে। এই সময়কালের মধ্যে রয়েছে পুজো করার শুভক্ষণ। এমন দিনে বিষ্ণুকে পুজো করার সময় সকাল ৭.৪৭ মিনিট থেকে দুপুর ১২.২০ মিনিট পর্যন্ত।

এই সময়কালে কেনা কাটা ও দানধ্যানে আসে পূণ্য। শুভ সময় ২২ এপ্রিল সকাল ৭.৪৯ মিনিট থেকে শুরু করে, ২৩ তারিখ ভোর ৫.৪৮ মিনিট পর্যন্ত রয়েছে। যে কেউই এই সময়কালের মধ্যে যদি সোনা কেনেন, তাহলে শাস্ত্র মতে বিশ্বাস করা হয় যে, সেই সোনা অক্ষত থাকবে, তার ক্ষয় কোনও দিনওই হবে না।

অক্ষয় তৃতীয়ার পুণ্য তিথিতে কেনাকাটা করার পাশাপাশি দান-ধ্যান করাও অত্যন্ত জরুরী। এদিন জল দান করাকে খুবই শুভ মনে করা হয়। এদিন জল দান করলে বা জল পূর্ণ পাত্র দান করলে চারধাম যাত্রা করার সমান পুণ্য লাভ হয়। এছাড়াও এদিন পশুপাখিদের জল ও দানার ব্যবস্থা করাও খুব শুভ।জ্যোতিষ মতে এই পুণ্য তিথিতে কী করা উচিৎ আর কী করা উচিৎ না, আসুন জেনে নিই-

1। এদিন ভালো কাজ করলে অক্ষয় পুণ্য লাভ হয়। আর খারাপ কাজ করলে অক্ষয় পাপ লাভ হয়। অতএব এদিন খুব ভেবে চিন্তে যেকোনো কাজ করা উচিৎ।
2। এদিন মুখ থেকে যেন কটু কথা না বেরোয়।
3। এদিন কারোর ক্ষতি করা উচিৎ না বা কাউকে আঘাত দিয়ে কথা বলা উচিৎ না।
4। এদিন দান-ধ্যান ও পূজার্চনা করা উচিৎ। অন্যকে আনন্দ দেওয়া উচিৎ।
5। এই তিথিতে গৃহপ্রবেশ ও উপনয়ন ব্যতীত যেকোনো শুভ কাজ করা যায়।

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker