এবার ভারতে এল রাশিয়ার টিকা ‘Sputnik V” কবে থেকে পাওয়া যাবে এই টিকা, আর দাম কত, জেনে নিন বিস্তারিত

বং ট্রেন্ডি ডেস্ক: এবার করোনার নতুন ভ্যাকসিন রাশিয়ার ‘Sputnik V” দেওয়া হবে জনগণকে। দেশীয় ভ্যাকসিন বায়োটেকের কোভ্যাকসিন আর অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড ছাড়াও আগামী সপ্তাহ থেকে এই নতুন ভ্যাকসিন পাওয়া যাবে ভারতীয় বাজারে।
এই ভ্যাকসিনটি ভারতে তৈরি দুটি ভ্যাকসিনের থেকে একটু বেশি দামি হবে। Sputnik V-র একটি ডোজ ৯৯৫.৪০ টাকা পড়বে। আবার শোনা যাচ্ছে যে এই নতুন ভ্যাকসিনটি ভারতে তৈরি করা হবে। ভারতে রাশিয়া থেকে আমদানি করা কোম্পানি ডঃ রেড্ডি ল্যাব এই কথা জানিয়েছেন। কোম্পানি জানিয়েছে যে, বৃহস্পতিবার এই টিকার জন্য ছাড়পত্র মিলেছে সেন্ট্রাল ড্রাগস ল্যাবরটরি থেকে। বলে দিই, ভারতে এখনও পর্যন্ত Sputnik V এর মাত্র দেড় লক্ষ ডোজ উপলব্ধ আছে।
First doses of Sputnik V administered in India. Deepak Sapra, Global Head of Custom Pharma Services at Dr Reddy’s Laboratories receives the first jab of the vaccine in Hyderabad: Sputnik V#COVID19 pic.twitter.com/95eOT6gGWR
— ANI (@ANI) May 14, 2021
হায়দ্রাবাদে আজ রাশিয়ার এই ভ্যাকসিনের প্রথম ডোজ একজনকে দেওয়া হয়েছে। ডঃ রেড্ডি ল্যাব জানিয়েছে যে, স্পুটনিক ভ্যাকসিনের প্রথম খেপ ভারতে ১ মে পৌঁছে গিয়েছিল।