‘প্রতিভা থাকলে গডফাদার লাগে না’, নিজের দমে বলিউডে কেরিয়ার গড়েছেন এই ৭ তারকা

অভিনয় করতে লাগে যোগ্যতা, আর তার সাথে দরকার ধৈর্য্য এবং কঠোর পরিশ্রম। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় যে, স্বজনপোষনের মাধ্যমে অনেকে অভিনয়ে সযোগ পেয়ে যায়। আবার উন্নতির সাথেও যুক্ত রয়েছে স্বজনপোষনের প্রসঙ্গ। বিশেষ করে বলিউডের সাথে স্বজনপোষন ওতোপ্রতোভাবে জড়িত রয়েছে। প্রতিভা না থাকা সত্ত্বেও শুধুমাত্র কিছু গড ফাদারের কারণেই বহু মানুষ তারকা হয়ে ওঠেন। কিন্তু বলিউডে এমন কয়েকজন তারকা রয়েছেন, যারা গড ফাদারের সাহায্য ছাড়া নিজের যোগ্যতায় নিজেদের জায়গা তৈরি করেছেন। এমন কয়েকজনকে দেখে নিন–

Bg Copy50, , ‘প্রতিভা থাকলে গডফাদার লাগে না’, নিজের দমে বলিউডে কেরিয়ার গড়েছেন এই ৭ তারকা

১. শাহরুখ খান –শাহরুখ খান, নামই যার পরিচয়। একটার পর একটা হিট ছবি দ্বারা দর্শকদের মনে চিরস্থায়ী আসন অধীকৃত করে রয়েছেন। কোনো রকম গড ফাদারের সাহায্য ছাড়াও যে ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজস্ব পরিচয় প্রতিষ্ঠা করা যায়, তার প্রকৃত উদাহরণ শাহরুখ খান স্বয়ং। শাহরুখ খানের প্রথম সিনেমা ছিল ‘কাভি হা কাভি না’। উপার্জন হয়েছিল ২৫ হাজার টাকা। এরপর একটি সিনেমা তাঁর জীবন বদলে দেয়, সিনেমাটির নাম ‘দিওয়ানা’। ১৯৯৩ সালে এই ছবিটি মুক্তি পায়। জীবনের এই দ্বিতীয় ছবিটি তিনি করেছিলেন দিব্যা ভারতীর সাথে। এই ছবিতে ছিলেন ঋষি কাপুরও। এই একটি সিনেমাই তাঁর জীবন বদলে দেয়। এরপর আর কোনও দিন তিনি থেমে থাকেননি। বর্তমানেও শাহরুখ সমানভাবে জনপ্রিয় দর্শকদের কাছে।

Bg Copy54, , ‘প্রতিভা থাকলে গডফাদার লাগে না’, নিজের দমে বলিউডে কেরিয়ার গড়েছেন এই ৭ তারকা

২. প্রিয়াঙ্কা চোপড়া – বলিউড থেকে নিজের যাত্রা শুরু করে যেসব অভিনেত্রী হলিউডেও জনপ্রিয়তার ছাপ রেখেছেন, তাঁদের তালিকার প্রথম দিকে অবশ্যই থাকবে প্রিয়াঙ্কা চোপড়ার নাম। তাঁর খ্যাতি এখন শুধুমাত্র দেশের মধ্যে সীমাবদ্ধ নেই,বরং তাঁর খ্যাতি দেশে ছড়িয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে। ‘দ্য হিরো লাভ স্টোরি অফ আ স্পাই’ এই সিনেমাটির মাধ্যমে তাঁর বলিউডে পদার্পণ। এরপর একে একে বহু জনপ্রিয় ছবিতে কাজ করেছেন।এমনকি ‘দ্য ম্যাট্রিক্স রিসারেকশন’-এর মতো নামী ছবিতে কাজ করেছেন। ২০০০ সালে ‘মিস ওয়ার্ল্ড’ খেতাব জিতেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া।

Bg Copy52, , ‘প্রতিভা থাকলে গডফাদার লাগে না’, নিজের দমে বলিউডে কেরিয়ার গড়েছেন এই ৭ তারকা

৩. দীপিকা পাড়ুকোন : বিখ্যাত ব্যাডমিন্টন খেলোয়াড় প্রকাশ পাড়ুকোনের মেয়ে হলেন দীপিকা পাড়ুকোন। দীপিকা ইয়ে জওয়ানি হ্যায়, বাজিরাও মাস্তানি, পিকু, তামাশা, দিওয়ানি-এর মতো দূর্দান্ত সব ছবিতে কাজ করেছেন। তিনি ২০০৭ সালে প্রথম শাহরুখ খানের সঙ্গে ফারাহ খানের ওম শান্তি ওম ছবিতে কাজ করেন। যদিও এর আগে তিনি মডেলিং, আঞ্চলিক ছবিতে কাজ করতেন।

 

Bg Copy55, , ‘প্রতিভা থাকলে গডফাদার লাগে না’, নিজের দমে বলিউডে কেরিয়ার গড়েছেন এই ৭ তারকা

৫. কঙ্গনা রানাউত : ইঁনি বর্তমানে অন্যতম জনপ্রিয় অভিনেত্রী।ফ্যাশন, কুইন, তনু ওয়েডস মনু রিটার্নস, মণিকর্ণিকা-এর মতো ছবিতে কাজ করেছেন তিনি। চারটি জাতীয় পুরস্কার পেয়েছেন কঙ্গনা রানাওয়াত। কিন্তু কোনও গড ফাদার ছিল না তাঁর।

Bg Copy51, , ‘প্রতিভা থাকলে গডফাদার লাগে না’, নিজের দমে বলিউডে কেরিয়ার গড়েছেন এই ৭ তারকা

৬. ঐশ্বরিয়া রাই : ১৯৯৪ সালে মিস ওয়ার্ল্ড খেতাব জেতার পর থেকে বলিউডে তিনি পরিচিতি পেতে শুরু করেন। দেবদাস, গুরু, দিল দে চুকে সনম-এর মতো ছবিতে কাজ করেছেন তিনি। এমনকি পিঙ্ক প্যান্থার এবং মিস্ট্রেস অফ স্পাইসের মতো হলিউড ছবিতেও তাঁকে দেখা গেছে।

Bg Copy53, , ‘প্রতিভা থাকলে গডফাদার লাগে না’, নিজের দমে বলিউডে কেরিয়ার গড়েছেন এই ৭ তারকা

৭. কার্তিক আরিয়ান : ডিওয়াই কলেজ অফ ইঞ্জিনিয়ারিং নাভি মুম্বাই থেকে বায়োটেকনোলজিতে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি সম্পন্ন করে বলিউডে যোগ দেন এই কার্তিক আরিয়ান। তাঁর বাবা-মা দুজনেই ডাক্তার। কিন্তু বলিউডের গড ফাদার ছিল না তাঁর জীবনে।