‘বিগ বি’ বর্তমানে ৮০ বছরের বৃদ্ধ হয়েও তার মধ্যে রয়ে গেছে এই বদভ্যাস, কেচ্ছা ফাঁস করলেন খোদ নাতি অগস্ত্য

আশি বছরে পা দিলেন বলিউডের ‘বিগ বি’ আমাদের সকলের প্রিয় অভিনেতা অমিতাভ বচ্চন গত ১১ই অক্টোবর ছিল তার জন্মদিন। তার প্রবল জনপ্রিয়তার হেতু বলিউডের পাশাপাশি দেশ বিদেশের নানা প্রান্ত থেকে নানা গুণি জন তাকে সুভেচ্ছা বার্তা প্রেরণ করেছিলেন সেই দিন তার জন্মদিন উপলক্ষে। ঠিক সেইদিনই তার সম্পর্কে এক অতি গোপন কথা ফাঁস করলেন তাঁর নাতি অগস্ত্য নন্দা। কি সেই গোপন কথা? যা শুনলে আপনি অবাক হবেন। কথাটি হল বর্তমানে ৮০ বছর বয়স হলেও তিনি নাকি এখনো নাতির জামা – জুতো চুরি করে পরেন। তিনিই হলেন বলিউডের বাদশা অমিতাভ বচ্চন ( Amitabh Bachchan) ।

এইদিন ‘কৌন বনেগা ক্রোড়পতি’র মঞ্চেও জন্মদিন সারপ্রাইজ হিসেবে উপস্থিত ছিলেন স্ত্রী জয়া বচ্চন (Jaya Bachchan) এবং পুত্র অভিষেক বচ্চন (Abhishek Bachchan)। মা ছেলেও ‘বিগ বি’ সম্পর্কে অনেক চমকপ্রদ তথ্য ফাঁস করেন। কিন্তু এই মজাদার ঘটান অগস্ত্য অডিও-ভিজ্যুয়েলে হাজির হয়ে। দাদু ‘বিগ-বি’ সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন,’ভাবা যায় না দাদু আশি বছরের বৃদ্ধ। কারণ,তিনি এখনো আমার জামা,জুতো চুরি করে পরেন’। এখানেই ইতি নয় তিনি সেগুলো তার কাছ থেকে ফেরতও চেয়ে থাকেন। এই কথা শোনামাত্র দর্শকদের মধ্যে হাসির রোল পড়ে যায়। তার থেকে বাদ যান না বিগ-বি নিজেও, তিনিও দর্শকদের সঙ্গে হেসে ওঠেন।

View this post on Instagram

A post shared by Agastya nanda (@agastya_1_2)

অন্যদিকে নাতনি নব্যা নভেলি নন্দা (Navya Naveli Nanda) বাদ যাননি তিনিও দাদুর জন্মদিনে শুভেচ্ছা বার্তা স্বরূপ সোশ্যাল মিডিয়াতে একটি ছবি দেন , ছবিতে দাদু নাতনিকে একসাথে দেখা গেছে। ছবির ক্যাপশন ছিল আকর্ষণীয়, ‘অগ্নিপথ’ সিনেমার একটি সংলাপ তিনি লেখেন এবং দাদুর সম্পর্কে আবেগঘন কথা লিখে জানান, দাদু তার বন্ধু এবং দাদু শিখিয়েছেন পরিবারের মানে। সবমিলিয়ে বলা যায় পরিবারের সদস্যরা তাঁর ৮০ বছরের জন্মদিনকে স্মরণীয় করে তুলেছেন নানাভাবে।

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker