ভারতীয় ক্রিকেটে এক চিরন্তন নক্ষত্র সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে এখন তাঁর আলোচনায় কেন্দ্রবিন্দুতে থাকার কারণ হলো ভারতীয় ক্রিকেট বোর্ডের মসনদ পদ খোয়ানো। বর্তমানে তাকে নিয়ে নানা জল্পনা কল্পনা চলছে। সৌরভপত্নী ডোনা গঙ্গোপাধ্যায়কে শনিবার এই বিষয়ে প্রশ্ন করা হয়। মহারাজকে নিয়ে যখন কোনও বিতর্ক হয়, তখন তাঁর মনের মধ্যে কী চলে?
ডোনা বললেন, ‘‘বিষয়টা নিয়ে আমি খুব একটা কথা বলতে চাই না। তবে এটুকুই বলব যে, মানুষ যত বড় হন, ততই তাঁকে নিয়ে বিতর্ক হয়। মানুষ তাঁদের থেকে হয়তো অনেক কিছু প্রত্যাশা করেন। সাধারণ মানুষদের নিয়ে তো বিতর্ক হয় না! এই ভাবেই জীবন এগোতে থাকে।’’ পরবর্তী প্রশ্ন করা হয়, তার মানে কি ডোনা এ রকম কোনও বিতর্ককে পাত্তা দেন না? ডোনা গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘আমি বিশ্বাস করি, খারাপ সময় চিরস্থায়ী নয়। আজ যদি কারওর খারাপ সময় চলে, কাল আবার ভাল সময় আসবে। সূর্য ওঠে, আবার রাত হয়। মাঝে বৃষ্টি আসে। জীবনটাও ঠিক সে রকম। কখনও সেখানে অন্ধকার আসবে, আবার সূর্যোদয়ের সঙ্গে সে আবার পুরনো জীবনে ফিরে আসবে।’’
ভারতীয় ক্রিকেট বোর্ডের সর্বোচ্চ ক্ষমতায় সৌরভ কি নিজেকে টিকিয়ে রাখতে পারবেন? এই প্রশ্ন বেশ কয়েক মাস ধরেই সবার মধ্যে ছিল, এবং সাথে সাথে ছিল নানা জল্পনা কল্পনা। তবে সুপ্রিম কোর্ট ইতি মধ্যেই জানিয়ে দিয়েছেন তিনি বোর্ডের নির্বাচনে লড়তে পারবেন। কিন্তু তাতে তো কোনোভাবেই নিশ্চিত হয় না যে সৌরভই বোর্ড সভাপতি থাকছেন। তবে শেষ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী জানা যায়, ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেটার রজার বিন্নী পরবর্তী বোর্ড সভাপতি হচ্ছেন।