টিভির পর্দায় বিভিন্ন ধরনের রিয়ালিটি শো ( Reality Show) দেখা যায় । এই রিয়ালিটি শো গুলি দেখতে দর্শকরা খুবই পছন্দ করেন। বর্তমানে টিভির পর্দায় অনেক রিয়ালিটি শো দেখা যায়। এরকম একটা রিয়ালিটি শো হল ইন্ডিয়ান আইডল সিজন 13 ( Indian Idol Season 13)। এই শোটি দেখতে দর্শকরা ভীষণ পছন্দ করছেন। এখানে জি বাংলায় ( Zee Bangla) অনুষ্ঠিত সারেগামাপার (Saregamapa) প্রতিযোগীরাও অংশগ্রহণ করেছেন। এই শো তে প্রচুর প্রতিভাবন শিল্পীরা গান গেয়েছেন।
সম্প্রতি এই শো তে কিশোর কুমার ( Kishore Kumar) কে স্মরণ করে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানেই উপস্থিত ছিলেন কিশোর কুমারের ছেলে অমিত কুমার ( Amit Kumar) । সেখানে বিদীপ্তা চক্রবর্তী পারদেশিয়া ইয়ে সাচ হে পিয়া ( Pardeshia Ye Sach He Piya) গানটি গেয়ে শোনান ।তার গান শুনে মুগ্ধ হয়ে যান বিচারকরা। এরপর একই মঞ্চ অমিত কুমার ও বিদীপ্তা চক্রবর্তী গান গেয়েছেন। কে দু তুমহে ( Keh Du Tumhe) গানটি তারা দুজন একসঙ্গে গান।
উল্লেখ্য যে বিদিপ্তা চক্রবর্তী 2020-21 সালে জি বাংলা সারেগামাপার একজন প্রতিযোগী ছিলেন। সারেগামাপায় তৃতীয় স্থান অধিকার করেছিলেন তিনি। এরপরে তিনি গান গাইতে আসেন ইন্ডিয়ান আইডল সিজন 13 তে। বর্তমানে এখানেও তার গান সকল বিচারকরা ভীষণ পছন্দ করেছেন। গান গেয়ে সকলের মন জয় করে নিয়েছেন তিনি ।অমিত কুমারের সঙ্গে এই গানের ভিডিও ভীষণ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সকলে তাদের এই গানের খুবই প্রশংসা করেছেন।