Jio নিয়ে এলো নয়া 5G অফার, মিলবে বিনামূল্যে আনলিমিটেড ইন্টারনেট ব্যবহারের সুযোগ

জিও খুব অল্প দিনের মধ্যেই খুব ভালো একটা টেলিকম কোম্পানি এর জগতে নাম করে ফেলেছে। এই টেলিকম সংস্থা প্রথম দেশে 4g নেটওয়ার্ক চালু করে। দেশে প্রথম 4g নেটওয়ার্ক চালু করার পাশাপাশি তারা বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা ও দিয়েছিল। প্রথম দিকে অনেক দিন ই এই পরিষেবা চালু ছিল।

4g চালুর পাশাপাশি জিও এবারে নিয়ে আসতে চলেছে দেশে প্রথম 5g ইন্টারনেট পরিষেবা এর ব্যবস্থা। এই পরিষেবা চালুর জন্য তাঁরা শুরু করতে চলেক্যে এমন একটি অফার যেটা জিও ব্যাবহার কারীদের আনলিমিটেড 5g ডেটা ব্যাবহার এর সুযোগ দেবে অর্থাৎ আগের বার এর মতন এবারে জিও ব্যাবহার কারী রা পাবে বিনামূল্যে ইন্টারনেট পরিষেবার ব্যাবস্থা।

জিও 5 অক্টোবর দেশের চারটি শহরে এই পরিষেবা চালুর করে jio 5G Welcome Offer নিয়ে হাজির হয়েছে। এই অফারের দরুন ব্যাবহার কারী রা পাবেন আনলিমিটেড 5g ডেটা, যার স্পীড 1gbps+1 ।

দিল্লি , মুম্বাই, কলকাতা, বারাণসী এই চার শহরে জিও ইউজার দের যাদের 5G স্মার্ট ফোন আছে তাঁরা অটোমেটিক্যালি Jio 5G Wellcome Offer এ উপগ্রেটেড হয়ে যাবে। আলাদা করে তাদের এক্সট্রা কিছু করা লাগবে না।

সবচেয়ে খুশির বিষয় এই অফার চলাকালীন গ্রাহকদের 5g পরিষেবা ব্যাবহার করার জন্য আলাদা করে কোনো খরচ করতে হবে না। তারা 4g ব্যাবহার করার জন্য যা খরচ করেন সেই টাকাতেই এই পরিষেবা উপভোগ করতে পারবেন। অর্থাৎ সম্পূর্ণ বিনামূল্যে জিও ব্যাবহার কারীরা আনলিমিটেড 5g ব্যাবহার করার সুযোগ পাবেন।

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker