১০০০ কোটি পেরোবেই, কেউ আটকাতে পারবে না! নতুন ছবিতে দর্শকদের বড় চমক দিতে চলেছেন আমির খান





এবার বলিউডে এক বড় চমক দিতে চলেছেন অভিনেতা আমির খান। দীর্ঘ চার বছর পর 2002 সালে মুক্তি পাওয়া লাল সিং চাড্ডা ছবিটি নিয়ে গর্ব ছিল সকলেরই। কিন্তু কয়েকশো কোটি টাকা খরচ করে তৈরি করা এই ছবিটি কোন লাভ করতে পারেনি। সিনেমা হলে মাছি তাড়ানোর মতো অবস্থা ছিল। তারপর থেকে বিগত কয়েক মাস ব্যর্থতায় দুঃখে দিন কাটাতে হয়েছিল বলিউড ইন্ডাস্ট্রিকে। কিন্তু এবার নিজের বেস্ট টা দেখাতে আসছেন অভিনেতা আমির খান।




শোনা জানা যাচ্ছে এবার আরও এক বিদেশী ছবির রিমেক (Remake) ভার্সন তৈরী করতে চলেছেন তিনি। তবে এবার নিজের ভুল থেকে শিক্ষা নেবেন আর তৈরী করে দেখবেন পারফেক্ট রিমেক! তবে সকলের প্রশ্ন কোন বিদেশী ছবির রিমেক তৈরী করতে চলেছেন তিনি? এর উত্তর হল স্প্যানিশ ছবি ‘চ্যাম্পিওনেস’ (Champion’s)। শোনা গেছে যে এই ছবিতে বড়সড় চমক থাকছে। ২০২৩ সালের ছবির শুটিং শুরু হতে চলেছে এবং ছয় মাসের মধ্যেই তার সম্পূর্ণ শেষ হবে।




‘সোনি পিকচারস অব ইন্ডিয়া’র ব্যানার থেকেই প্রযোজিত হবে এই ছবি। স্প্যানিশ এই ছবি পরিচালনা করেছিলেন জ্যাভিয়ার ফিসার। এবার এই ছবির রিমেক তৈরির জন্য পরিচালনার ভার পড়েছে বিখ্যাত পরিচালক আর এস প্রসন্ন। এই ছবির নায়িকা হিসেবে বেছে নেওয়া হয়েছে অভিনেত্রী অনুষ্কা শর্মাকে। হ্যাঁ, পিকে ছবিতে বেশ জনপ্রিয়তা পেয়েছিল এই জুটি।




তাই এই জুটি র উপরেই ভরসা করে আছেন সকলেই। ইতিমধ্যে অভিনেত্রীর কাছে ছবির জন্য অফার পাঠানো হয়েছে। বিগত অনেকদিন ব্যাক্তিগত কারণের জন্যই পর্দার সামনে দেখা যায়নি অভিনেত্রীকে। তাই অভিনেত্রীর আবার কাম ব্যাক সকলের জন্য শুভ হবে বলে আশা করছেন।