Entertainment

বলিউডের মত প্লাস্টিক সুন্দরী নয়, মেকআপ ছাড়াই সুন্দরী ৭ দক্ষিণী অভিনেত্রী

বলিউডের অভিনেত্রীদের মতো দক্ষিণের অভিনেত্রীরাও (South Indian Actress) বেশ জনপ্রিয়। এখনতো অনেকে বলিউড ছেড়ে দক্ষিণের দিকে ঝুঁকছেন বেশিরভাগ দর্শক। জানিয়ে রাখি, দক্ষিণের এমন অনেক অভিনেত্রী রয়েছেন যাদের সৌন্দর হার মানাবে বলি অভিনেত্রীদেরও। দক্ষিণের এই নায়িকারা বিনা মেকআপেও সুন্দরী। আজ এমনই ৭ দক্ষিণী অভিনেত্রীর সম্পর্কে জানাবো, যাদের বিনা মেকআপে (Without make up) দেখতে অপ্সরার মতো।

Anushka Shetty
Anushka Shetty

১) অনুষ্কা শেট্টি (Anushka Shetty)

‘বাহুবলী’ সিনেমার দেবসেনা তথা অনুষ্কা হাজারো পুরুষের ঘুম কেড়েছে। তাঁর অভিনয়ের পাশাপাশি তাঁর রূপও বেশ প্রশংসিত। তাঁকে মেক আপ ছাড়াই সুন্দরী লাগে।

Sai Pallavi
Sai Pallavi

২) সাই পল্লবী (Sai Pallavi)

দক্ষিণের আরেক জনপ্রিয় ও সুন্দরী অভিনেত্রী হলেন পল্লবী। তাঁর রূপে মগ্ন আট থেকে আশি। যদিও তিনি বেশিরভাগ সময় মেকআপ ছাড়াই থাকেন। আর তাতেই তাকে সুন্দর লাগে।

Kajal Aggarwal
Kajal Aggarwal

৩) কাজল আগরওয়াল (Kajal Aggarwal)

দক্ষিণের এই নায়িকা কাজ করেছেন বলিউডের। তাঁর সৌন্দর্য হার মানাবে অনেক বলিউডের অভিনেত্রীদের। জানেন কি এই অভিনেত্রীকেই মেকআপ ছাড়া অপ্সরার মতো দেখতে লাগে।

Samantha Ruth Prabhu
Samantha Ruth Prabhu

৪) সামান্থা রুথ প্রভু (Samantha Ruth Prabhu)

দক্ষিণ ভারতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হলেন সামান্থা। যিনি এখনো পর্যন্ত অনেক হিট ছবিতে কাজ করে মানুষের মন জয় করে নিয়েছেন। ‘ও আন্থাভা’ গানে ডান্স করে তিনি আরো জনপ্রিয়তা পেয়েছেন। বলে রাখি, তিনি মেকআপ ছাড়াও অসম্ভব সুন্দর দেখতে।

Rashmika Mandanna
Rashmika Mandanna

৫) রশ্মিকা মান্দানা (Rashmika Mandanna)

বর্তমান সময়ে সকল যুবকের ক্রাশ হলেন রশ্মিকা। যাকে ‘পুষ্পা’ ছবিতেও দেখা গিয়েছে। এই রশ্মিকা মেকআপ ছাড়াও সুন্দর দেখতে লাগে।

Pooja Hegde
Pooja Hegde

৬) পূজা হেগড়ে (Pooja Hegde)

এই অভিনেত্রী কাজ করে ফেলেছেন বলিউডের সুপারস্টার সালমান খানের সঙ্গে। তাঁর সঙ্গে নাকি সালমান খানের প্রেমও রয়েছে। যাইহোক এই অভিনেত্রীকেই বিনা মেকআপে অপ্সরা লাগে।

Nayanthara
Nayanthara

৭) নয়নতারা (Nayanthara)

এই অভিনেত্রীকে দেখা যাবে শাহরুখ খান ‘জাওয়ান’ ছবিতে। তাঁকে লেডি সুপারস্টার ও বলা হয়। এই অভিনেত্রীও মেকআপ ছাড়া বেশ সুন্দরী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button